ইহসান ফাউন্ডেশন একটি গণসংগঠন, যা সামাজিক প্রয়োজনে সাহায্য করার লক্ষ্যে কাজ করে। শিক্ষা, প্রাথমিক প্রয়োজন, স্বাস্থ্য, এবং অন্যান্য মানবিক ক্ষেত্রে আমাদের প্রকল্প চালানো হচ্ছে।😊🌟
আমাদের কার্যক্রম শুরু হয় ২০২০ সালে করোনার মধ্যে, তবে এই প্রথম আমরা আমাদের উদ্যোগকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।
ইহসান (إحسان) একটি আরবি শব্দ যার অর্থ ‘সুন্দর কিছু করা’, ‘সৌন্দর্য’, ‘উপকার’ প্রভৃতি। মানুষের জীবনকে উন্নতি করবার প্রয়াসেই আমাদের এই অতি নগন্য উদ্যোগ।
আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য মানুষের জীবন যাত্রার মানের উন্নতি। এছাড়াও তরুণদেরকে সমাজ সংস্কারমূলক কাজে গড়ে তোলা এই ফাউন্ডেশনের অন্যতম গুরুত্ব। ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন সেশন ও ওয়েবিনারও আমাদের স্বেচ্ছাসেবকদের জন্য থাকছে, যেখানে তারা আমাদের সফল উপদেষ্টা এবং বোর্ড মেম্বারদের সাথে আলোচনা করতে পারবে।
আমাদের ফাউন্ডেশনের মূল কার্যক্রম শুরু হয় ২০২০ সাল হতে। পরবর্তীতে
A Brief Heading
ইহসান ফাউন্ডেশন
ইহসান ফাউন্ডেশন (Ihsaan Foundation) একটি গণসংগঠন, যা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে সাহায্য করার লক্ষ্যে কাজ করে। আমাদের উদ্দেশ্য শিক্ষা, প্রাথমিক প্রয়োজন, স্বাস্থ্য, ও অন্যান্য মানবিক ক্ষেত্রে সহায়ক প্রকল্প পরিচালনা করা। আমাদের কাজের মাধ্যমে দরিদ্র ও সহায়কার্থে সমাজের উন্নতির দিকে একটি অগুনতি দেওয়া হচ্ছে। ইহসান ফাউন্ডেশন স্থাপিত হয়েছে মানুষের উপকারে কাজ করার জন্য, এবং আমাদের কর্মীরা সমাজের প্রাথমিক প্রয়োজনে সাহায্য করতে সক্ষম। আমাদের কাজের মধ্যে শিক্ষার সমর্থন, খাদ্য ও পানির সরবরাহ, স্বাস্থ্য সেবা, ও অন্যান্য সামাজিক প্রয়োজন উপস্থিত। ইহসান ফাউন্ডেশন একটি মূল্যবান কাজের প্রতিষ্ঠান, এবং আমাদের সমাজে প্রদান করা সেবার মাধ্যমে সমাজের সার্বিক উন্নতি সাধনই আমাদের মূল লক্ষ্য
Our Mission
A paragraph describing your company’s goals or mission statement. This section is meant to help visitors understand the purpose of your business.