সকল পরিবারের উষ্ণ বিকাশে মনোযোগ দেই।
এটিই বৈষম্যহীন সমাজের মূলমন্ত্র।
আমাদের লক্ষ্য হলো সবার মধ্যে ভালোবাসা ও সহানুভূতির সেতু তৈরি করা। আপনার ছোট্ট সাহায্যই পারে অনেক বড় পরিবর্তন আনতে, যেখানে প্রতিটি অবদান একটি নতুন দিনের প্রতিশ্রুতি। আসুন, আমরা একসাথে এগিয়ে যাই, মমতা ও মানবতার হাত ধরে।
এই শীতে, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের উষ্ণ পোশাক বিতরণ কর্মসূচির মাধ্যমে, আমরা শীতের প্রকোপ থেকে তাদের রক্ষা করতে চাই। আসুন, আপনার সহানুভূতির স্পর্শে তাদের জীবনে একটু উষ্ণতা নিয়ে আসি।
আমরা শুধুমাত্র দানের উপর ভিত্তি করে না থেকে জনগণকে স্বাবলম্বী করতে চাই। কেননা, এটিই সর্বোত্তম মানবকল্যাণ। এজন্য ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের সাধারণ কর্মসূচির বাইরে আমরা এধরনের একটি কর্মসূচি করব।
ইহসান ফাউন্ডেশনে, আমাদের লক্ষ্য সরল কিন্তু সুদূরপ্রসারী: যার সবচেয়ে বেশি প্রয়োজন, তার জীবনে আনন্দ নিয়ে আসা। আমরা একটি ছোট কিন্তু নিবেদিত দল, যারা বিশ্বাস করে যে ছোট ছোট তৎপরতার মাধ্যমেও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
আপনিই পরিবর্তন; যারা সবচেয়ে বেশি অসহায়, তাদের জীবনে আশা ও আনন্দ আনতে আমাদের সাহায্য করুন। আপনার সমর্থন গুরুত্বপূর্ণ। আসুন, আমরা সবাই মিলে পরিবর্তনের রূপকার হই।
আপনার অনুদান সবসময় সঠিক জায়গায় পৌঁছাবে। প্রতিটি কর্মসসূচিতে আমরা সংগৃহীত মোট অর্থের প্রতি অংশ কোথায় কোথায় যাচ্ছে এ বিষয়ে অবশ্যই আমাদের জবাবদিহিতা রয়েছে। প্রতিটি হিসাব উন্মুক্ত থাকবে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা হবে।
সর্বোপরি আপনার মত আমরাও পৃথিবীর একটি সুন্দর রূপ দেখতে ইচ্ছুক এবং আমাদের প্রতিশ্রুতি কায়েম করার উদ্দেশ্যে আমরা তৎপর